ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েল যে নিরাপত্তা পায়, তাই চান জেলেনস্কি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ২৯ আগস্ট ২০২৩ | আপডেট: ১০:১৮, ২৯ আগস্ট ২০২৩

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইসরায়েল যে ধরনের নিরাপত্তা পায়, সে ধরনের নিরাপত্তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ন্যাটোর সদস্যপদ কবে পাওয়া যাবে, এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে নতুন করে এ আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই নিরাপত্তা নিশ্চয়তার মাধ্যমে দেশ রক্ষা এবং একই সঙ্গে হামলার চালানোরও নিশ্চয়তা চান তিনি। এদিকে, রাশিয়ার দখলকৃত দক্ষিণ-পূর্বাঞ্চলে  কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি বসতি পুনরুদ্ধারের দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তারা বলছে, রবোটাইন বসতি এখন ইউক্রেনের নিয়ন্ত্রণে। রুশ বাহিনীর বিরুদ্ধে আরও দক্ষিণে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা।

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি