ঢাকা, শুক্রবার   ০৮ নভেম্বর ২০২৪

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দুটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ৩০ আগস্ট ২০২৩

রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পসকোভের একটি বিমানবন্দরে ইউক্রেনের ড্রোন হামলায় দুটি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাশিয়ার সংবাদমাধ্যমগুলো জানায়, ইলিউশন-৭৬ নামের একটি বিমানের আগুনে পুড়ে গেছে।

হামলার ঘটনায় কেউ হতাহত হননি উল্লেখ করে এক বিবৃতিতে রুশ কর্তৃপক্ষ বলেছে, বিমানঘাঁটিতে সন্ত্রাসী হামলার জেরে উড়োজাহাজের পার্কিংয়ের জায়গায় আগুন ধরে যায়। অগ্নিনির্বাপণকর্মীরা দ্রুততার সঙ্গে ওই আগুন নিভিয়ে ফেলেন।

কয়েক মাস ধরে রাজধানী মস্কোসহ রাশিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার ঘটনা ঘটছে। এসব হামলার জন্য ইউক্রেনেকে দায়ী করেছে মস্কো। 

এদিকে, হামলার বিষয়টি অস্বীকার করেছে ইউক্রেন। 

এর আগে গত ২১ আগস্ট ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার দূরপাল্লার একটি বোমারু বিমান ধ্বংস হয়। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের সলৎসি-২ বিমানঘাঁটিতে তুপোলেভ তু-২২ বিমান আগুন ধরে যায়। সে সময় মস্কো জানিয়েছে, গুলিতে ‘আক্রমণকারী ড্রোন’ ধ্বংস করা হয়েছে, যদিও এই ঘটনায় একটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি