ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় ইডালিয়ার আঘাতে ফ্লোরিডায় ব্যাপক ক্ষয়ক্ষতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ৩১ আগস্ট ২০২৩ | আপডেট: ০৯:০২, ৩১ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

প্রলয়ঙ্করী সাইক্লোন ইডালিয়ার আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বিগ বেন্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাজার হাজার বাসিন্দা ঝড়ের কারণে বাড়ি-ঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন।

যুক্তরাষ্ট্রের জাতীয় হারিকেন সেন্টার এ তথ্য জানিয়েছে। 

ঘূর্ণিঝড় ইডালিয়া বুধবার অত্যন্ত বিপজ্জনক ক্যাটাগরির ঝড় হিসেবে ফ্লোরিডায় আঘাত হানে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। 

এর ফলে ১৬ ফুট গভীর পর্যন্ত উপকূলীয় বন্যার আশংকা করা হচ্ছে। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন অবস্থায় রয়েছে। এই সাইক্লোনের কারণে এখন পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। ঘূর্ণিঝড়টি আঘাত হানার পরপরই পানিবন্দি মানুষকে উদ্ধারে বোট নিয়ে টহল দিতে থাকেন উদ্ধারকারীরা।

সন্ধ্যার দিকে রাজ্যের উত্তর দিকে ঝড়টি তাণ্ডব চালাচ্ছিল। এরপর এই ঘূর্ণিঝড়টির মূল কেন্দ্রটি জর্জিয়ায় প্রবেশ করে। এই ঝড়টি ক্যাটাগরি-৪ শক্তি নিয়ে ফ্লোরিডায় আঘাত হানলেও জর্জিয়ায় প্রবেশের সময় এটি সাধারণ গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ে পরিণত হয়।

সাইক্লোনটির প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, ফলে সেখানে বন্যা ও ভূমিধস দেখা যেতে পারে। ফ্লোরিডার ৪০টির বেশি স্কুলের ক্লাস বাতিল করেছে। রাজ্যের টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দর মঙ্গলবার থেকে বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রেখেছে। 

এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘূর্ণিঝড়ের খোঁজ রাখছেন বলে জানিয়েছে হোয়াইট হাউজ। উদ্ধার তৎপরতায় অতিরিক্তি জরুরি পরিষেবার সদস্য নামানো হয়েছে। কর্তৃপক্ষ আগেই ২১টি কাউন্টির লোকজনকে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি