ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিঙ্গাপুরে ‘বিশেষ বিবেচনায়’ চাল রপ্তানি করবে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৫, ২ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘বিশেষ সম্পর্ক বিবেচনায়’ সিঙ্গাপুরে চাল রপ্তানির সিদ্ধান্ত দিয়েছে ভারত সরকার। দক্ষিণ-পূর্ব দেশটির ‘খাদ্য নিরাপত্তার প্রয়োজনীয়তা মেটাতে’ এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেছেন, “ভারত ও সিঙ্গাপুরের মধ্যে খুব ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্ব রয়েছে। ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক ও দুই দেশের জনগণের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে। এই বিশেষ সম্পর্কের পরিপ্রেক্ষিতে সিঙ্গাপুরের খাদ্য নিরাপত্তার চাহিদা মেটাতে চাল রপ্তানির অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।”

এ ব্যাপারে আনুষ্ঠানিক নোটিশ শিগগিরই জারি করা হবে বলে জানান এই কর্মকর্তা। বিশ্বের শীর্ষ চাল রপ্তানিকারক দেশ ভারত। বিশ্বের মোট চাল রপ্তানির ৪০ শতাংশই ভারতের।

ইতোমধ্যে দেশটি নিজেদের চাহিদা মেটাতে এবং অভ্যন্তরীণ বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে আনতে সাদা চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এমনকি বাসমতি চাল রপ্তানিতেও অতিরিক্ত শুল্ক আরোপ করেছে। ফলে ভারতের চালের ওপর নির্ভরশীল দেশগুলোতে চালের দাম চড়েছে। এর মধ্যেই বিশেষ বিবেচনায় সিঙ্গাপুরে চাল রপ্তানি অনুমতি দেওয়ার কথা জানাল দেশটির সরকার। 
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি