ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গ্যাবনে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের শপথ নিলেন অভ্যুত্থানের নেতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪২, ৫ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ০৮:৫৫, ৫ সেপ্টেম্বর ২০২৩

গত সপ্তাহে গ্যাবনের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয় এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে। সেই অভ্যুত্থানের সামরিক নেতা সোমবার দেশের নতুন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন।

জেনারেল ব্রাইস ওলিগুই এনগুয়েমা আলী বোঙ্গোর স্থলাভিষিক্ত হন, যার পরিবার অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানের পর এনগুয়েমা একটি ভাষণ দেন। এই ভাষণ টেলিভিশনে সম্প্রচারিত হয়।

গত মাসে বোঙ্গোর ক্ষমতাচ্যুতি হয়েছিল প্রেসিডেন্ট নির্বাচনে তাকে বিজয়ী ঘোষণা করার কিছুক্ষণ পর।

এই অভ্যুত্থানের পিছনে জনগণের সমর্থন ছিল বলে মনে করা হচ্ছে। বোঙ্গো পরিবারের উচ্ছেদকে উদযাপন করতে তারা গ্যাবনের রাস্তায় নেমে পড়েছিল।

পশ্চিমা নেতারা এই পরিস্থিতিকে ভিন্নভাবে দেখছেন। তবে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ের প্রধান জোসেপ বোরেল বলেন, "স্বাভাবিকভাবেই, সামরিক অভ্যুত্থান কোনও সমাধান নয়, তবে আমাদের ভুলে গেলে চলবে না, গ্যাবনে নিয়ম মেনে নির্বাচন হয়নি।"

বিরোধীরা বিশ্বাস করে যে, নির্বাচনে জয়ের আসল দাবিদার তারাই। সেই প্রচেষ্টায় সমর্থন আদায়ের জন্য আন্তর্জাতিক গোষ্ঠীকে আহ্বান জানিয়েছে তারা।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি