ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে বন্দুক হামলায় কমপক্ষে দুজন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪০, ৫ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে নাইটক্লাবে বন্দুক হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার বার্মিংহামের একটি নাইটক্লাবে প্রথমে এক বন্দুকধারী হামলা চালান। পরে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে সেখানেও একটি গাড়ি থেকে আহতদের উদ্দেশ্যে গুলি চালান ওই হামলাকারী। এর পর দ্রুত পালিয়ে যান। তবে তাকে ধরতে অভিযান ও তদন্ত চালাচ্ছে পুলিশ। চলতি বছরে এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন ২০০ জনের বেশি মানুষ।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি