ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মরক্কোতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩শ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫১, ৯ সেপ্টেম্বর ২০২৩

আফ্রিকার দেশ মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩শ’তে দাঁড়িয়েছে। আহত ১৫০ জনের বেশি ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতত্ত¡ জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ৬ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র আটলাস পর্বতমালার কাছে। ভূমিকম্পটির স্থায়ীত্ব ছিল প্রায় ২০ সেকেন্ড। 

শুক্রবার স্থানীয় সময় রাত ১১টায় ভূমিকম্প শুরু হলে মানুষ ভয়ে রাস্তায় নেমে আসে। অনেক বাড়িঘর ও স্থাপনা ধ্বংস হয়েছে।

শনিবার রাষ্ট্র-চালিত আল-আওলা টেলিভিশনে দেখা গেছে যে ভূমিকেন্দ্রের কাছে একাধিক ভবন ধসে পড়েছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অফ জিওফিজিক্স আফটারশক সম্পর্কে সতর্ক করার পরে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে।

ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মারাকাস শহর। সেখানে অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। আর পুরাতন এই শহরটিতেই সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে।
 
যেখানে ভূমিকম্পটি সংঘটিতে হয়েছে সেখানে সাধারণত ভূমিকম্প হতে দেখা যায় না। কিন্তু শুক্রবার যে ভূমিকম্পটি হয়েছে এটি গত ১২০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। 

আবারও কম্পনের ভয়ে অনেকেই পরিবার নিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি