পুতিনের সাথে দেখা করতে রাশিয়ায় কিম
প্রকাশিত : ০৯:১৬, ১২ সেপ্টেম্বর ২০২৩

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করতে সামরিক ট্রেনে চড়ে রাশিয়া পৌঁছেছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন।
উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে বিবিসি জানায়, ভোরে রাশিয়ার সীমান্তে প্রিমর্স্কি ক্রাই এলাকার একটি স্টেশনে উনকে স্বাগত জানানো হয়। এখান থেকে বৈঠকস্থল ভøাদিভস্টক শহরে যেতে তার আরো পাঁচ থেকে ছয় ঘন্টা লাগবে। ভøাদিমির পুতিন এবং কিম জং উনের বৈঠক সফলে শহরটিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে পুতিনের সঙ্গে সামরিক চুক্তি করতে পারেন উন। গত চার বছরের মধ্যে এবারই প্রথম বিদেশ সফরে গেলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট।