ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ভারত-কানাডা সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৪, ২১ সেপ্টেম্বর ২০২৩

শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যার ঘটনায় এবার কানাডায় ভ্রমণকারী ও বসবাসকারী ভারতীয় নাগরিকদের সর্ব্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে দিল্লি।

একই ঘটনার জেরে উভয় দেশ একে অপরের কূটনীতিককে বহিষ্কার করার একদিন পর এ আহ্বান জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

জানায়, কানাডায় ভারত-বিরোধী কার্যকলাপ বাড়ায় তারা দেশটিতে ভ্রমণকারী ও বসবাসকারীদের উদ্দেশে এই সতর্কতা জারি করেছে। 

সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জুনে ব্রিটিশ কলাম্বিয়ায় শিখ সম্প্রদায়ের নেতা হরদীপ সিং নিজ্জর খুনের ঘটনায় ভারতীয় এজেন্টদের যুক্ত থাকার অভিযোগ করেন। যুক্তরাষ্ট্র ও কানাডার গোয়েন্দা সংস্থা একসঙ্গে এ হত্যার তদন্ত করেছে। 

ভারত হত্যার অভিযোগ অযৌক্তিক বলে দাবি করেছে। 

সম্প্রতি জি-২০ সম্মেলনে ট্রুডো-মোদির দ্বিপাক্ষিক আলোচনা বাতিল ও শুল্কমুক্ত বাণিজ্য আলোচনা স্থগিতে দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে।  

বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির সম্পর্ক এখন সর্বকালের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি