ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ইউক্রেনকে শক্তিশালী দূরপাল্লার ক্ষেপনাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ২৩ সেপ্টেম্বর ২০২৩

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের চলমান পাল্টা আক্রমণে কিয়েভকে সহায়তা করতে উন্নতমানের শক্তিশালী দূরপাল্লার ক্ষেপনাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র।

মার্কিন সংবাদমাধ্যমগুলো বলছে, ক্ষেপনাস্ত্রটি প্রায় ৩শ’ কিলোমিটার দূরে রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।

এছাড়া, ইউএস এম ওয়ান আব্রামস ট্যাঙ্কের প্রথম চালান আগামী সপ্তাহে ইউক্রেনে পৌঁছাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। 

হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন বাইডেন। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) এই দুই নেতার মধ্যে সাক্ষাৎ হয়।

এদিকে, ক্রিমিয়া উপদ্বীপে মস্কোর কৃষ্ণ সাগরের নৌবহরের সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছে কিয়েভ। 

ইউক্রেনের সেনাবাহিনীর যোগাযোগ বিভাগ টেলিগ্রামে জানিয়েছে, ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী সাময়িকভাবে অধিকৃত সেভাস্তোপোলে রাশিয়ার কৃষ্ণ সাগরের নৌবহরের কমান্ডের সদর দপ্তরে সফল হামলা চালিয়েছে।

ওই হামলার পরপরই রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, হামলার পর একজন সেনা নিখোঁজ রয়েছেন। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাঁচটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি