চীনা হ্যাকারদের কবলে যুক্তরাষ্ট্র, ৬০ হাজার ইমেইল চুরি
প্রকাশিত : ১৪:১৮, ২৮ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৬:০২, ২৮ সেপ্টেম্বর ২০২৩
চীনের হ্যাকারদের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৬০ হাজার ইমেইল চুরি করার অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। এই তথ্য জানান মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আইটি কর্মকর্তারা।
বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র দপ্তরের ১০টি অ্যাকাউন্ট থেকে ইমেইলগুলো হ্যাকিং করা হয়েছে।
এ সময় ভুক্তভোগীদের নাম প্রকাশ করা হয়নি। তবে তাদের মধ্যে একজন ইউরোপে এবং বাকি সবাই পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চলে কাজ করেন।
হ্যাকিংয়ের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দফতর। ভবিষ্যতে এই ধরনের সাইবার হামলা ঠেকাতে প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা জানিয়েছে মার্কিন কর্মকর্তারা।
এর আগে চলতি বছরের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাসহ প্রায় ২৫টি সংস্থার ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করে চীনা হ্যাকাররা।
এএইচ
আরও পড়ুন