ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নেদারল্যান্ডসের রটোরডামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ তিনজন নিহত হয়েছে। হামলাকারী শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সময় দুপুর ২টার দিকে ইরাসমাস বিশ্ববিদ্যালয় হাসপাতাল ক্যাম্পাস ও ওই এলাকার একটি বাড়িতে হামলা চালায় বন্দুকধারী। পুলিশ জানায়, হামলাকারী প্রথমে বিশ্ববিদ্যালয়ের কাছে একটি বাড়িতে গুলি চালায়। ঘটনাস্থলে নিহত হয় ৩৯ বছর বয়সী এক নারী। গুরুতর আহত তার ১৪ বছর বয়সী মেয়ে পরে হাসপাতালে মারা যায় । বন্দুকধারী ইরাসমাস মেডিকেল সেন্টারে ঢুকে এক শিক্ষককে গুলি করে। ওই এলাকা থেকেই গ্রেফতার করা হয় তাকে। হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। ২০২১ সালে প্রাণী নির্যাতনের অভিযোগে একবার গ্রেফতার হয়েছিলেন ওই শিক্ষার্থী। 
 

এসবি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি