ঢাকা, শনিবার   ০১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মালদ্বীপে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

মালদ্বীপে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।  এটি দেশটির দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচন।

শনিবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। ভোট শুরুর আগেই ভোট কেন্দ্রের সামনে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে।

গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে কোনো প্রার্থী একক সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ ৫০ শতাংশের বেশি ভোট না পাওয়ায় দ্বিতীয় দফায় গড়ায় নির্বাচন।

দ্বিতীয় দফার এই প্রেসিডেন্ট নির্বাচনে দুই লাখ ৮২ হাজার ভোটারের ভোট দেয়ার কথা রয়েছে। শনিবার রাত কিংবা রোববার সকালে ভোটের ফল জানা যাবে।

চীন-ভারতের শক্তিমত্তার খেলার ছায়ায় অনুষ্ঠিত এই নির্বাচনে ইব্রাহিম মোহাম্মদ সলিহ (৬১) জয়ী হলে দ্বীপ দেশটিতে নয়াদিল্লির প্রভাব বাড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ, সলিহ’র সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ভালো। 

অপরদিকে প্রথম দফার নির্বাচনে এগিয়ে থাকা মোহাম্মদ মুইজু (৪৫) চীনপন্থী হিসেবে পরিচিত।

প্রথম দফার নির্বাচনে মোহাম্মদ মুইজু ৪৬ শতাংশ এবং ইব্রাহিম মোহাম্মদ সলিহ ৩৯ শতাংশ ভোট পেয়েছেন। তবে আজকের নির্বাচনে দু’জনের মধ্যে হাডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

উল্লেখ্য, ভারত মহাসাগরের মাঝে কৌশলগত একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে মালদ্বীপ। এটি বিশ্বের ব্যস্ততম পূর্ব পশ্চিম শিপিং লেনগুলোর একটি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি