ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

নাগোর্নো-কারাবাখে মানবিক মিশন পাঠাচ্ছে জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৩

জাতিসংঘ নাগোর্নো-কারাবাখে একটি মিশন পাঠাচ্ছে। মূলত প্রয়োজনীয় জরুরি চাহিদার বিষয় মূল্যায়নের জন্য সেখানে মিশন পাঠানো হচ্ছে। 

বিগত প্রায় ৩০ বছরের মধ্যে এই প্রথমবারের মতো ওই অঞ্চলে জাতিসংঘের মিশন যাচ্ছে। 

শুক্রবার জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘আজারবাইজান সরকার এবং জাতিসংঘ এই অঞ্চলে একটি মিশনের ব্যাপারে সম্মত হয়েছে। মিশনটি এই সপ্তাহান্তে সেখানে যাবে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি