ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিভিন্ন দেশে আটক হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ৩০ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বিভিন্ন দেশে আটক হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশই পাকিস্তানি বংশোদ্ভূত। পাকিস্তানের প্রবাসী ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের সচিব জুলফিকার হায়দার এই তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, সৌদি আরবের মসজিদুল হারামের মতো পবিত্র স্থানগুলোতে আটক পকেটমারদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই পাকিস্তানি।

পাকিস্তানের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের প্রবাসী ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির বৈঠকে জুলফিকার হায়দার এই তথ্য জানিয়েছেন। বিদেশে যাওয়া দক্ষ–অদক্ষ শ্রমিকদের নিয়ে আলোচনার সময় বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।

জুলফিকার হায়দার বলেন, ভিক্ষুকরা ওমরাহ পালনের নামে সৌদি আরবে যাচ্ছেন। এছাড়া ইরাক এবং ইরানও তাদের অন্যতম গন্তব্য। তিনি জানান, ভিক্ষুকদের নতুন গন্তব্য হয়ে উঠছে জাপান। 

সিনেটর রানা মাহমুদুল হাসান বলেন, জাপান এখন বিভিন্ন দেশ থেকে দক্ষ শ্রমিক নিচ্ছে। ভারত, নেপাল এবং পাকিস্তান থেকে বিপুল সংখ্যক শ্রমিক দেশটিতে যাচ্ছেন। 

তিনি উল্লেখ করেন, পাকিস্তানে বর্তমানে প্রায় ৫০,০০০ প্রকৌশলী বেকার। ভারত ও নেপালের চেয়ে কম পারিশ্রমিকে পাকিস্তানের মানুষজন কাজ করতে প্রস্তুত জানিয়ে আক্ষেপ করেন এই সিনেটর। মধ্যপ্রাচ্যে প্রায় ৩ মিলিয়ন পাকিস্তানি কাজ করে বলেও জানান তিনি। 

এছাড়া দক্ষতা এবং বিদেশি নিয়োগদাতাদের কাছে তাদের বিশ্বস্ততার ক্ষেত্রে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ও ভারতের শ্রমিকেরা এগিয়ে আছেন বলে স্বীকার করেন জুলফিকার হায়দার। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি