ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

হামাস-ইসরায়েলের সংঘর্ষে নিহত বেড়ে ১৬শ’

আজহারুল ইসলাম

প্রকাশিত : ০৮:২৪, ১০ অক্টোবর ২০২৩

হামাস ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরমে। দু’পক্ষের সংঘর্ষে ইতিমধ্যে নিহত হয়েছে ১৬শ’ জন। শনিবার শুরু হওয়া যুদ্ধে এ পর্যন্ত প্রায় ৯শ’ ইসরাইলি ও অন্তত ৭ শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ গাজায় জ্বালানি, ওষুধ ও খাবার ফুরিয়ে যাওয়ায় চলছে মানবিক বিপর্যয়।

ইসরায়েল ও জেরুজালেমজুড়ে থেমে থেমেই বাজছে বিমান হামলার সাইরেন। এরই মাঝে গাজা থেকে ইসরায়েল অভিমুখে হামলা চালিয়ে যাচ্ছে হামাস।

তেল আবিব বলছে, হামাস যোদ্ধাদের সাথে ইসরাইলি বাহিনীর যুদ্ধের পর শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। হামাসের হামলায় নিহত হয়েছেন অন্তত ৯ জন মার্কিন নাগরিকও। 

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তারা নিজেদের বন্দিদের অবস্থান সম্পর্কে সঠিক গোয়েন্দা তথ্য পেলে সেই স্থানে হামলা করবে না। তবে যতক্ষণ তথ্য না পাওয়া যায় ততক্ষণ হামাসের সমস্ত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে। 

এদিকে, ভয়াবহ সংকটের মুখোমুখি অধিকৃত গাজা উপত্যকায় সর্বাত্মক অবরোধ ঘোষণা করেছে ইসরাইল। বলেছে, গাজায় বিদ্যুৎ, খাদ্য, জ্বালানি এবং পানি সরবরাহ বন্ধ রাখা হবে।

অধিকৃত পশ্চিমতীরেও চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বাসিন্দারা জানিয়েছেন, লোহার গেট, সিমেন্টের ব্লক এবং মাটির ঢিবি দিয়ে শহরের সব প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়েছে।

জাতিসংঘ বলছে, গাজার এক লাখ ২৩ হাজারের বেশি মানুষ গৃহহারা হয়েছেন। বেশিরভাগই ভয়ে এবং নিরাপত্তার স্বার্থে ঘর ছেড়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি