ইসরাইল-হামাস সহিংসতায় ১৮ থাই নাগরিক নিহত
প্রকাশিত : ১৩:৩৯, ১০ অক্টোবর ২০২৩
ইসরাইলি বাহিনী এবং হামাস যোদ্ধাদের মধ্যে ভয়াবহ সহিংসতায় থাইল্যান্ডের ১৮ নাগরিক নিহত হয়েছে।
থাই সরকার মঙ্গলবার এ কথা জানিয়েছে। এর আগে ১২ জন নিহত হওয়ার কথা জানানো হয়েছিল।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নারী মুখপাত্র বলেন, এ সংঘাতে আরও ৯ থাই নাগরিক আহত এবং ১১ জন বন্দী হয়েছে।
ব্যাংককের শ্রম মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ইসরাইলে প্রায় ৩০,০০০ থাই শ্রমিক রয়েছে। তাদের মধ্যে অনেকেই কৃষি জমিতে কাজ করে।
থাইল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী জাক্কাপং সংমানী নিহতের হালনাগাদ তথ্য দিয়ে বলেন, সরকার সংঘাতপূর্ণ এলাকা থেকে হাজারো থাই নাগরিককে সরিয়ে নেওয়ার ব্যাপারে কাজ করছে।
জাক্কাপং বলেন, থাইল্যান্ডের প্রায় ৩,০০০ নাগরিক দেশে ফিরে আসার জন্য ইতোমধ্যে আবেদন করেছেন।
ফিলিস্তিন এবং ইসরাইলের মধ্যে শনিবার এ সংঘাত ছড়িয়ে পড়ে। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইসরাইল-গাজার এ সংঘাতে ১৬শ’ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।
এএইচ
আরও পড়ুন