ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

গাজার হাসপাতালগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ১০ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘাত চতুর্থ দিনে গড়িয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত হামাসের ইসরায়েলে নিহত বেড়ে দাঁড়িয়েছে ৯০০ জনে। অপরদিকে, গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ৮০০ জনেরও বেশি দাঁড়িয়েছে।

মঙ্গলবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছে, গাজা উপত্যকায় ৮০০ জনেরও বেশি মানুষ ইসরায়েলের পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ২৩শ মানুষ।

গাজায় বিদ্যুৎ বিচ্ছিন্নতার মধ্যে হাসপাতালগুলোয় সেবা দিয়ে যাওয়া বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বলছে সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সেইসাথে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, ইউএনআরডব্লিউএ জানিয়েছে, তারা গাজা উপত্যকা জুড়ে ৬৪টি স্কুলে ৭৩ হাজার ৫৩৮ জন বাস্তুচ্যুত মানুষকে আশ্রয় দিচ্ছে।

সূত্র : বিবিসি।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি