ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

ইসরায়েল-মিশর চুক্তি, গাজা ছাড়তে পারবে মার্কিন নাগরিকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৮, ১৪ অক্টোবর ২০২৩

যুক্তরাষ্ট্রের নাগরিকরা গাজার রাফাহ সীমান্ত ক্রসিং পার হয়ে মিশরে প্রবেশ করতে পারবে। এ যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাফাহ সীমান্ত ক্রসিং খোলা রাখার একটি চুক্তিতে পৌঁছেছে ইসরায়েলি ও মিশরীয় সরকার। তবে হামাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের ঐ সীমান্ত পার হয়ে মিশরে যাওয়ার অনুমতি দেবে কিনা, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় গাজাভিত্তিক ফিলিস্তিন প্রতিরোধ গোষ্ঠী হামাস। হামলায় এ পর্যন্ত ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ৩০০ ছাড়িয়েছে। দেশটিতে সেনা সদস্য নিহতের খবর পাওয়া গেছে ২৬৫ জন। এছাড়াও পুলিশ সদস্য নিহত হয়েছে কমপক্ষে ৪৮।

অন্যদিকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০০। আহত হয়েছে প্রায় ৮ হাজার ৭০০ জন।

সূত্র : বিবিসি

এমএম//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি