ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ব্রাসেলসে বন্দুকধারীর গুলিতে ২ সুইডিস নাগরিক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ১৭ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বেলজিয়ামের ব্রাসেলসে বন্দুকধারীর গুলিতে দুই সুইডিস নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

সোমবার রাতে ব্রাসেলসের মধ্যাঞ্চলে গুলি চালানোর পর পালিয়ে গেছে সন্দেহভাজন বন্দুকধারী। 

পরে নিজেকে আইএস সদস্য হিসেবে পরিচয় দিয়ে অনলাইনে পোস্ট করা ভিডিওতে এর দায় স্বীকার করেছে ওই হামলাকারী। 

এ ঘটনায় বেলজিয়ামে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু দূরের স্টেডিয়ামে বেলজিয়ামের সঙ্গে সুইডেন জাতীয় দলের ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিলেন নিহত সুইডিসরা। 

এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেখানকার একটি স্টেশনে এক যুবককে বন্দুক দিয়ে গুলি ছুড়তে দেখা যায়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি