ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে: ডব্লিউএইচও প্রধান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ১৮ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৫:০৬, ১৮ অক্টোবর ২০২৩

জাতিসংঘ স্বাস্থ্য সংস্থার প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা উপত্যকার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। সেখানের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় কয়েকশ’ মানুষ নিহত হওয়ার পর তিনি এমন বার্তা দিলেন। 

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এই সতর্ক বার্তা দেন তিনি। খবর এএফপি’র।

এক্সে পোস্ট করা এক বার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম ঘাব্রায়েসাস বলেন, ‘গাজার পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। অবিলম্বে আমাদের সকল পক্ষের সহিংসতা বন্ধ করা প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘প্রতি মুহূর্ত আমরা ওষুধসহ চিকিৎসা সহায়তা পাওয়ার অপেক্ষা করি আর এভাবেই প্রাণ হারাই।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ‘জীবন রক্ষাকারী বিভিন্ন পণ্যের সরবরাহ শুরু করার জন্য অবিলম্বে আমাদের সেখানে যাওয়া প্রয়োজন।’

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি