ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

ইসরাইল যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ১৯ অক্টোবর ২০২৩ | আপডেট: ১২:৩৩, ১৯ অক্টোবর ২০২৩

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বৃহস্পতিবার ইসরাইল যাচ্ছেন। এরপর তিনি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ সফর করবেন। এ সময়ে তিনি ইসরাইল-গাজা সংঘাত কমানোর চেষ্টা চালাবেন। তার কার্যালয় সূত্রে এ কথা জানা গেছে।

এক বিবৃতিতে সুনাক বলেছেন, আল আহলি হাসপাতালের হামলা এ অঞ্চলের নেতাদের জন্যে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং সংঘাতের বিপদজনক বৃদ্ধি রোধে বিশে^র সকলের ঐক্যবদ্ধ হওয়া উচিত।

তিনি আরো বলেছেন, এ প্রচেষ্টার অগ্রভাগে ব্রিটেন থাকবে বলে আমি নিশ্চিত করবো।

ইসরাইলে সুনাক দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে বৈঠক করবেন।
এদিকে ১০ নং ডাউনিং স্ট্রিট থেকে বলা হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি মিসর, তুরস্ক ও কাতার সফরে যাবেন।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি