ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

‘ইসরাইল-ইউক্রেনকে সমর্থন যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ২০ অক্টোবর ২০২৩

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ওভাল অফিস থেকে বৃহস্পতিবার রাতে দেওয়া এক ভাষণে বলেন, “যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য” ইসরাইল ও ইউক্রেনের যুদ্ধে সফল হওয়া গুরুত্বপূর্ণ। তিনি ঐ দুটি দেশের জন্য কয়েক হাজার কোটি ডলারের সামরিক সহায়তা চাওয়ার প্রস্তুতির অংশ হিসাবে উভয় দেশে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আরও গভীর করার যুক্তি তুলে ধরেন।

বাইডেন বলেন, "যদি আন্তর্জাতিক আগ্রাসন অব্যাহত থাকে তাহলে বিশ্বের অন্যান্য অংশে সংঘাত ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়তে পারে।"

বাইডেন বলেন, “হামাস ও পুতিন ভিন্ন ধরনের হুমকি। কিন্তু তাদের মধ্যে এই একটি বিষয়ে মিল রয়েছে। তারা উভয়েই প্রতিবেশীর গণতন্ত্রকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে চায়।”

যুক্তরাষ্ট্র ১৯৯৭ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে। ইসরাইল, মিশর, ইউরোপীয় ইউনিয়ন এবং জাপানও হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে।

বাইডেন তার ভাষণে আরও বলেন, তিনি কংগ্রেসের কাছে একটি জরুরি তহবিলের অনুরোধ পাঠাবেন যা আগামী বছরের জন্য আনুমানিক ১০ হাজার কোটি ডলার হবে বলে আশা করা হচ্ছে। মানবিক সহায়তা এবং সীমান্ত ব্যবস্থাপনার পাশাপাশি ইউক্রেন, ইসরাইল, তাইওয়ানের জন্য অর্থের প্রস্তাবটি শুক্রবার উত্থাপন করা হবে।

বাইডেন বলেন, “আমেরিকার নিরাপত্তার বিবেচনায়, এটি একটি স্মার্ট বিনিয়োগ যার লভ্যাংশ ভোগ করবে আগামী প্রজন্ম।”

বাইডেন আশা করেন যে এই সবগুলো বিষয়েকে একটি আইনের আওতায় একত্রিত করে পেশ করলে কংগ্রেসের অনুমোদনের জন্য তা প্রয়োজনীয় রাজনৈতিক জোট তৈরি করবে।

ইসরাইল সফরের একদিন পরে তিনি এই ভাষণ দিলেন। ঐ সফরে তিনি হামাসের বিরুদ্ধে লড়াইয়ে ইসরাইলের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের আরও মানবিক সহায়তার ওপর জোর দেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের গাজা সফরের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক তার সমর্থন জানাতে ইসরাইল সফর করেন যখন বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরাইল নতুন করে বিমান হামলা চালায়।

বাইডেন তেল আবিবে সংক্ষিপ্ত সফর থেকে ফিরে বলেছিলেন, তিনি ইসরাইলি নেতাদের সাথে খোলামেলা আলোচনা করেছেন। ৭ অক্টোবর হামাসের হামলায় ১৪০০ জনের বেশি ইসরাইলি নিহত হবার জবাবে ইসরাইল গাজায় হামলা চালায়। ঐ হামলায় ৩৪০০-এর বেশি মানুষ নিহত হয়।

গাজায় মানবিক সংকট ক্রমেই ভয়াবহ আকার ধারণ করেছে এবং ইসরাইল ঐ অঞ্চলে অত্যন্ত প্রয়োজনীয় সামগ্রীগুলো পৌঁছাতে বাধা দিচ্ছে।

এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র গাজা ও পশ্চিম তটের জন্য ১০ কোটি ডলার সহায়তার ঘোষণা দেয়। বাইডেন প্রশাসন ইসরাইল, ইউক্রেন, তাইওয়ান এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তের নিরাপত্তার জন্য ১০ হাজার কোটি ডলারের আনুষঙ্গিক সহায়তার প্রস্তাব করবে বলে আশা করা হচ্ছে।

হোয়াইট হাউজের ওভাল অফিস ভাষণ দেয়ার ক্ষেত্রে সবচেয়ে মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। একজন প্রেসিডেন্ট সংকটের মুহুর্তে জাতির উদ্দেশে বক্তব্য রাখার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকেন।

বাইডেন প্রেসিডেন্ট হিসেবে এ ধরনের আর মাত্র একটি ভাষণ দিয়েছেন। সেটা ছিল দেশের ঋণ খেলাপি হওয়া এড়াতে কংগ্রেস যখন দ্বিপক্ষীয় বাজেট আইন পাস করে তার পরে।

সূত্র: ভয়েস অব আমেরিকা

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি