ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

‘যুদ্ধ কেবল শুরু হয়েছে’ হুঁশিয়ারি নেতানিয়াহুর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ২৬ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থল অভিযান চালানোর প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে যুদ্ধ কেবল শুরু হয়েছে বলে হুঁশিয়ারি দেন তিনি। 

জ্বালানি প্রায় শেষ হয়ে যাওয়ায় কার্যত বন্ধের মুখে গাজার হাসপাতালেগুলো। কয়েকটি জায়গায় কেবল রোগীদের জরুরি সেবা প্রদান করা সম্ভব হচ্ছে। এছাড়া জ্বালানির অভাবে অনিশ্চয়তা মধ্যে পড়েছে জাতিসংঘের মানবিক কার্যক্রম।

ইসরায়েলি বিমান হামলায় আল জাজিরার গাজা ব্যুরো চিফ ওয়ায়েল দাহদুহের স্ত্রী, ছেলে, মেয়ে এবং শিশু নাতিসহ পুরো পরিবার নিহত হয়েছে। 

গাজার পাশাপাশি পশ্চিম তীরেও হামলা ও অভিযান জোড়ালো করার পরিকল্পনা করছে ইসরায়েল। অন্যদিকে লেবানন সীমান্ত থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া অব্যাহত রেখেছে হিজবুল্লাহ। 

এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা রাশিয়ার যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রের মানবিক বিরতির দুটি প্রস্তাবই একে অপরের ভেটোর কারণে পাস হয়নি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি