যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২২, আহত অর্ধশতাধিক
প্রকাশিত : ০৯:২৮, ২৬ অক্টোবর ২০২৩
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দেশটির মেইন অঙ্গরাজ্যের লিউইস্টনে একাধিক স্থানে এ ঘটনা ঘটে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, একটি বার ও ওয়ালমার্টের ডিস্ট্রিবিউশন সেন্টারসহ বিভিন্ন স্থানে চালানো এ বন্দুক হামলার ঘটনায় ২২ জন নিহত এবং ৫০-৬০ জন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন। যদিও এখনও পর্যন্ত এ তথ্য যাচাই করা সম্ভব হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্থানীয় পুলিশ দপ্তর জানায়, এখনও ‘সন্দেহভাজন’ একজন হামলাকারী পলাতক রয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের একাধিক গণমাধ্যমের খবরে অসমর্থিত সূত্রে বলা হয়েছে যে, এ হামলার সঙ্গে অন্তত দুজন জড়িত।
হামলাকারীকে ধরতে অভিযান পরিচালিত হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সেই সঙ্গে তদন্তের কাজ চলাকালীন সেখানকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।
এদিকে স্থানীয় পুলিশের পাশাপাশি হামলার ঘটনা খতিয়ে দেখছে মেইন অঙ্গরাজ্যের পুলিশও।
পৃথক এক ফেসবুক পোস্টে তারা স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে জানিয়েছেন, ‘অনুগ্রহ করে বাড়ির ভেতরে অবস্থান করুন। সন্দেহজনক কার্যকলাপ কিংবা এ ধরনের কাউকে চোখে পড়লেই অনুগ্রহ করে ৯১১-এ (জরুরি সেবা নম্বর বা হটলাইন) জানিয়ে দিন।’
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের বোস্টন কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মেইন অঙ্গরাজ্যের লিউইস্টনে হামলার তদন্তে যেকোনো সহায়তা করতে প্রস্তুত রয়েছে তারা।
এদিকে হোয়াইট হাউজ জানিয়েছে, বন্দুকহামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে। তিনি এ বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন
এএইচ
আরও পড়ুন