ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০২, ২৭ অক্টোবর ২০২৩

চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং ৬৮ বছর বয়সে মারা গেছেন।

সাংহাইয়ে বৃহস্পতিবার হার্ট অ্যাটাকে তিনি মারা যান। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

সংস্কারবাদী কেকিয়াং গত বছর অবসরে যান। তার আগ পর্যন্ত চীনা কমিউনিস্ট পার্টিতে দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পর দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন তিনি।

কেকিয়াং একজন খ্যাতনামা অর্থনীতিবিদ ও অভিজ্ঞ আমলা ছিলেন। শি’র অধীনে ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে চীনের অর্থনীতির বিকাশে তার বিশেষ অবদান ছিল।

অনেক বিশ্লেষকের মতে, প্রেসিডেন্ট শি জিন পিং নিজের শাসনক্ষমতা ধরে রাখতে চীনা কমিউনিস্ট পার্টিতে লি কেকিয়াংকে অনেকটাই কোণঠাসা করে রেখেছিলেন। কারণ কেকিয়াংকে চীনের ভবিষ্যত নেতা ভাবা হতো।

এর ফল হিসেবে কমিউনিস্ট পার্টি ও সরকার প্রধানের পদ থেকে বর্ষীয়ান রাজনীতিক কেকিয়াংকে সরে যেতে হয়। এমনকি চীনা কমিউনিস্ট পার্টির সর্বশেষ সম্মেলনে লি কেকিয়াংকে দলের পলিটব্যুরোতেও রাখা হয়নি।
পলিটব্যুরোর সদস্যরা শি জিন পিংয়ের অনুগত হিসেবে পরিচিত।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি