ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নেপালে ভূমিকম্পে নিহত বেড়ে ১৪০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ৪ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৪:০৬, ৪ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নেপালে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। উদ্ধার অভিযানে সহায়তার লক্ষে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে হিমালয়ের দেশটির সুদূর পশ্চিমে আঘাত হানে ভূমিকম্প। মার্কিন ভূতাত্ত্বিক জরিপের পরিমাপে ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। খবর এনডিটিভি’র।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিও ফুটেজে ধসে পড়া বাড়ি ও ভবনের ধ্বংসাবশেষ থেকে বেঁচে যাওয়া লোকজনকে বের করে আনতে ধ্বংসস্তূপের মধ্যে চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল থেকে প্রায় ৫শ’ কিলোমিটার দূরবর্তী জুমলার ৪২ কিলোমিটার দক্ষিণে ভারতের রাজধানী নয়াদিল্লি পর্যন্ত অনুভূত হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নারায়ণ প্রসাদ ভট্টরাই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দুটি জেলার কথা উল্লেখ করেন। তিনি বলেছেন, ‘জাজারকোটে ৯২ জন ও রুকুমে ৪০ জন মারা গেছে।’ 

এছাড়া চিকিৎসাধীন আরও ৮ জনের জনের মৃত্যু হয়েছে।

জাতীয় পুলিশের মুখপাত্র কুবের কাথায়াত বলেন, কর্তৃপক্ষ উভয় জেলা জুড়ে শতাধিক আহত হয়েছে।

কর্নালি প্রদেশের পুলিশের মুখপাত্র গোপাল চন্দ্র ভট্টরাই এএফপিকে বলেন, ‘মৃতের সংখ্যা ১৩২- এ  পৌঁছেছে এবং অন্তত ১০০ জন আহত হয়েছে।’ প্রত্যন্ত অঞ্চলে ভূমিকম্প আঘাত হানার কারণে প্রকৃত তথ্য পাওয়া কঠিন।’ তবে ভট্টরাই বলেন, অনুসন্ধান ও উদ্ধার অভিযানে সহায়তার জন্য ব্যাপকভাবে নেপালি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

তিনি আরও বলেন, ‘কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা বিকল্প পথ দিয়ে এলাকায় পৌঁছানোর চেষ্টা করছি।’

এদিকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল ওরফে প্রচণ্ড ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি