ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত হয়ে ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ৪ নভেম্বর ২০২৩

দাবানলের আগুন নিয়ন্ত্রণে সহায়তার সময় শনিবার উত্তর অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। দেশটির জরুরি পরিষেবাগুলো এ তথ্য জানিয়েছে।

বিমানটি কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী ব্রিসবেন থেকে এক হাজার ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ম্যাককিনলে শহরের কম জনবহুল এলাকায় বিধ্বস্ত হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি আগুনের শিকার এলাকার ম্যাপিংয়ের জন্য ব্যবহার করা হচ্ছিল।

রাজ্যজুড়ে এক ডজনেরও বেশি জায়গায় আগুন জ্বলছে।

দুর্ঘটনার কারণ এখনো অজানা। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো একটি তদন্ত করবে।

অস্ট্রেলিয়া ২০১৯-২০২০ সাল থেকে সবচেয়ে তীব্র দাবানলের মৌসুমের মুখোমুখি হচ্ছে।

তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটি দাবানলের একটি সিরিজ পূর্ব সমুদ্র তীরজুড়ে ছড়িয়ে পড়েছিল, বনের বিস্তীর্ণ অংশ ধ্বংস, লাখ লাখ প্রাণীকে হত্যা এবং শহরগুলোকে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে ফেলেছিল।

সূত্র : এএফপি

কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি