ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

বিদেশিদের মিশরে সরিয়ে নেয়া স্থগিত করলো হামাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ৫ নভেম্বর ২০২৩ | আপডেট: ১৩:৫৩, ৫ নভেম্বর ২০২৩

গাজার হামাস সরকার বিদেশি পাসপোর্টধারীদের মিসরে সরিয়ে নেয়া স্থগিত করেছে। মিসরের হাসপাতালে আহত কিছু ফিলিস্তিনীকে সরিয়ে নিতে ইসরাইল অনুমোদন দিতে অস্বীকার করায় শনিবার এ কার্যক্রম স্থগিত করলো হামাস।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সীমান্ত কর্মকর্তা এ কথা জানান।

তিনি বলেন, কোন বিদেশি পাসপোর্টধারী গাজা উপত্যকা ত্যাগ করতে পারবে না যতক্ষণ না উত্তর গাজার হাসপাতাল থেকে আহত ব্যক্তিদেরকে রাফাহ ক্রসিং দিয়ে মিশরে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে মিসরের নিরাপত্তা সূত্র বলেছে, কোন আহত ব্যক্তি কিংবা বিদেশি পাসপোর্টধারী কাউকে শনিবার রাফাহ ক্রসিয়ে দেখা যায়নি।

তিনি বলেন, মিসরের রাফাহ টার্মিনালের দিকে আহত ব্যক্তিদের বহনকারী অ্যাম্বুলেন্স কনভয়ে হামলার পর স্থগিতের সিদ্ধান্তটি আসে।

উল্লেখ্য, শুক্রবার ইসরাইলী বাহিনীর ঘোষণায় বলা হয়েছে তারা গাজার বৃহত্তম হাসপাতাল আল শিফার বাইরে রাখা অ্যাম্বুলেন্সে হামলা চালিয়েছে, কারণ এসব হামাসের সন্ত্রাসী সেল দ্বারা ব্যবহৃত হতো।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি