ফের শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলা, নিহত ৩১
প্রকাশিত : ০৯:১৬, ১৪ নভেম্বর ২০২৩
গাজার শরণার্থী শিবিরে ফের ইসরায়েলি বিমান হামলায় বহু প্রাণহানি ঘটেছে। এতে কমপক্ষে ৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি। যুদ্ধে এখন পর্যন্ত ১১ হাজার ২শ’ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক মানুষ।
সোমবার গভীর রাতে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় ইসরায়েল। পরে বিধ্বস্ত ভবনের ধ্বংসাবশেষের নিচ থেকে ৩১ জনের মরদেহ উদ্ধার করে বেসামরিক প্রতিরক্ষা ইউনিট। আহত হয়েছেন আরও বহু ফিলিস্তিনি।
নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজায় আটটি শরণার্থী শিবির রয়েছে। এর মধ্যে জাবালিয়া শরণার্থী শিবিরটি সবচেয়ে বড়।
যদিও ইসরায়েলের দাবি, হামাসের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা।
তবে, গাজার উত্তরাঞ্চলে দুইপক্ষের তীব্র লড়াই চলছে। ইসরাইলি সেনাবাহিনীর স্থল হামলা জোরদার ও হামাস যোদ্ধাদের পাল্টা প্রতিরোধে সংঘাতের তীব্রতা আরও বেড়েছে। এতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গাজার বেসামরিক নাগরিকরা।
ইসরাইলি বাহিনী বেশ কিছুদিন ধরেই দাবি করে আসছে, গাজার হাসপাতালগুলোর নিচে হামাসের টানেল নেটওয়ার্ক রয়েছে। সেগুলোকে কেন্দ্রবিন্দু করেই তাই হামলা ও যুদ্ধ চালিয়ে যাচ্ছে তারা।
এদিকে বিশ্বজুড়ে জাতিসংঘ কম্পাউন্ডে পতাকা অর্ধনমিতভাবে উড়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধে গাজায় নিহত সহকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতাও পালন করেছেন সংস্থার কর্মীরা।
এএইচ
আরও পড়ুন