বাইডেন-জিনপিং বৈঠক, গাজা ও ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আলোচনা
প্রকাশিত : ১১:২৯, ১৬ নভেম্বর ২০২৩ | আপডেট: ১১:৫৩, ১৬ নভেম্বর ২০২৩
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই বহুল প্রতীক্ষিত বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
স্থানীয় সময় বুধবার সান ফ্রান্সিসকোতে এক বছরেরও বেশি সময় পর দুই নেতার আলোচনা হয়।
চীনা নেতা একটি কালো লিমুজিন গাড়ি থেকে বেরিয়ে আসার পর হাসিমুখে বাইডেন শি’কে অভ্যর্থনা জানান। এ সময় দুই নেতা সামনের দিকে এগিয়ে এসে হাত মেলান।
বৈঠকে গাজা ও ইউক্রেনের যুদ্ধ, আন্তর্জাতিক বাণিজ্য তাইওয়ানসহ বেশ কিছু ইস্যুতে আলোচনা করেন বাইডেন ও শি। এ সময় দুই দেশের উচ্চ পর্যায়ের সামরিক যোগাযোগ পুনরায় শুরু করতে একমত হন দুই নেতা।
দুই দেশের সম্পর্ক দায়িত্ববোধের সাথে পরিচালনা করতে জোর দেন বাইডেন। অন্যদিকে, বেইজিং ওয়াশিংটনের সম্পর্ককে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক অভিহিত করে তা এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
এখন থেকে একে অপরের সাথে সরাসরি ফোনে যোগাযোগের পথ সহজ হলো বলে জানান দুই নেতা।
এএইচ
আরও পড়ুন