ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে গাজার স্কুলে হামলা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ২৪ নভেম্বর ২০২৩ | আপডেট: ১০:৩৫, ২৪ নভেম্বর ২০২৩

যুদ্ধবিরতি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে গাজার একটি স্কুলে হামলা করেছে ইসরায়েল। প্রায় ৩০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে হামাস।

শুক্রবার স্থানীয় সময় সকাল ৭টায় চার দিনের যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা। কিন্তু এর আগেই এই হামলার খবর পাওয়া গেছে। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) পরিচালিত আবু হুসেইন স্কুলে হামলায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। গাজার অন্যান্য অংশে সহিংসতা ও তীব্র বোমাবর্ষণ থেকে পালিয়ে আসা ফিলিস্তিনিদের আশ্রয়স্থল এটি।

উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, হাসপাতালটি তীব্র বোমা হামলার শিকার হয়েছে। ভবনের বড় অংশগুলো ছিল লক্ষ্যবস্তু।

এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রথম ১৩ জন বেসামরিক বন্দিকেকে বিকাল ৪টার দিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েলি কারাগারে বন্দি ফিলিস্তিনিদেরও মুক্তি দেওয়া হবে।

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি