ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

যুদ্ধবিরতির শেষ দিনে গাজা থেকে আরও ৮ জিম্মির মুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ১ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ০৯:২৬, ১ ডিসেম্বর ২০২৩

ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির শেষ দিনে গাজা থেকে আরও ৮ জিম্মি মুক্তি পেয়েছে। বিনিময়ে ইসরাইলের কারাগার থেকে মুক্তি মিলেছে আরও ৩০ ফিলিস্তিনি কারাবন্দির।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, শুক্রবার ভোরে যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে বেশ কয়েকটি অভিযান চালায়। এতে আটক হন বহু বেসামরিক মানুষ। যে এলাকায় অভিযান চালানো হয়েছে তার মধ্যে রয়েছে জেরিকো এবং জেরুজালেমের কাছাকাছি আশ্রয়কেন্দ্রগুলো। কাতার, মিশর, মার্কিন যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মধ্যস্ততাকারীরা যুদ্ধ বিরতির সময় বাড়াতে চাপপ্রয়োগ করছে। এদিকে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলে মৃতের সংখ্যা এক হাজার ২শ’ ছাড়িয়ে গেছে বলে সরকারি তথ্যে বলা হয়েছে।
 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি