ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

গাজায় ফের ইসরায়েলি হামলা, ৩ ঘণ্টায় ৩২ ফিলিস্তিনি নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১ ডিসেম্বর ২০২৩

টানা ছয় সপ্তাহ সংঘর্ষের পর সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয় হামাস ও ইসরায়েল। প্রথমে ৪ দিন বিরতি দিয়ে বন্দী বিনিময় চুক্তি হলেও পরে তা দুই দফায় আরও ৩ দিন বাড়ানো হয়।

যুদ্ধবিরতি শেষে ফের ফিলিস্তিনের গাজা উপত্যকায় অভিযান শুরু করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। তাদের এই অভিযান শুরুর প্রথম ৩ ঘণ্টায় অন্তত ৩২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় অসংখ্য মানুষ আহত হয়েছেন। খবর বিবিসি

শুক্রবার (১ ডিসেম্বর) গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,প্রায় তিন ঘণ্টা আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত ৩২ জন নিহত হয়েছে। এ সময় গাজার অন্তত ১০০টি স্থানে গোলা বর্ষণ করেছে ইসরায়েলি সেনারা।
ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, গাজা থেকে রকেট ছোড়া হলে ক্ষেপণাস্ত্র সুরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেই রকেট আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলা হয়েছে

এই ঘটনার পর এক তাৎক্ষণিক বিবৃতিতে গাজায় ফের অভিযান শুরুর ঘোষণা দেয় আইডিএফ। পরে শুক্রবার ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর হিলোটের বাসিন্দারা সাইরেনের শব্দে জেগে ওঠেন।

আইডিএফ মুখপাত্র বলেছেন হামাস ‘তাদের কথা রাখেনি’।ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে,হামাসের বিরুদ্ধে অভিযান আবার শুরু হয়েছে ‘তাদের শক্ত ঘাঁটিতে হামলা’ করার জন্য। লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বিবিসিকে বলেন, আইডিএফ-এর লক্ষ্য পুরো সংঘর্ষের সময় একই ছিল।প্রথমত সব জিম্মিকে ফিরিয়ে আনা এবং ‘হামাসকে ধ্বংস করা’।

তিনি আরও বলেন, ‘হামাস তাদের কথা রাখেনি,তাদের চুক্তি অনুযায়ী সব নারী ও শিশুদের মুক্তি দেয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন করেনি’।

প্রসঙ্গত, ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলে এক নজিরবিহীন হামলা চালায়। জবাবে ওই দিনই পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। ফিলিস্তিনের সরকারি তথ্যমতে, গাজায় ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে গেছে। যাদের মধ্যে ৬ হাজার ১৫০ জন শিশু এবং ৪ হাজার নারী রয়েছেন।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি