কোরআন অবমাননা নিষিদ্ধ করে ডেনমার্কে আইন পাস
প্রকাশিত : ০৯:৫০, ৮ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ০৯:৫৪, ৮ ডিসেম্বর ২০২৩
পবিত্র কোরআন পোড়ানো ও অবমাননা নিষিদ্ধ করেছে ডেনমার্ক। এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে দেশটির পার্লামেন্টে। তাতে এই আইন অমান্য করলে কারাভোগ ও জরিমানার বিধান রাখা হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এই বিষয়ে একটি আইন পাস করা হয়।
প্রতিদ্বদ্বিতাপূর্ণ ভোটাভুটির পর ৯৪-৭৭ ভোটের ব্যবধানে বিলটি পাস হয়। এই আইনের আওতায় এখন থেকে পবিত্র কোরআন পোড়ানোকে অপরাধ হিসেবে গণ্য করা হবে।
এই আইনে অপরাধীকে সর্বোচ্চ দুই বছরের কারাভোগ এবং জরিমানার বিধান রাখা হয়েছে।
সম্প্রতি সময়ে দেশটিতে কোরআন অবমাননার বেশ কয়েকটি ঘটনার পর মুসলিম দেশগুলোর ক্ষোভের মুখে এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে ড্যানিশ সরকার।
এএইচ
আরও পড়ুন