ঢাকা, বুধবার   ০৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মার্কিন দূতাবাসের ২ কর্মীকে বহিষ্কার করল স্পেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ৯ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গোয়েন্দাদের ঘুষ দেয়ার অভিযোগে মার্কিন দূতাবাসের দুই কর্মকর্তাকে বহিষ্কার করেছে স্পেন। 

দেশটির প্রতিরক্ষামন্ত্রী জানান, রাষ্ট্রীয় গোপন তথ্য পাওয়ার জন্য স্পেনের গোয়েন্দাদের মোটা অঙ্কের অর্থ দেয়ার অভিযোগ রয়েছে ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে। 

তবে ওই কর্মকর্তা কী ধরনের তথ্যের জন্য ঘুষ দেয়া হয়েছে তা স্পষ্ট করেনি স্পেন সরকার। 

এ ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের কাছে অভিযোগও করা হয়েছে। তবে  এ ব্যাপারে এখনও মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি