ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দক্ষিণ চীন সাগরে উত্তেজনা, যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ১১ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

দক্ষিণ চীন সাগরে ফিলিপাইন ও চীনের নৌকার মধ্যে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছিল শনি ও রোববার। এর প্রতিবাদে সোমবার চীনের রাষ্ট্রদূতকে তলব করে ফিলিপাইন।

এদিকে ‘বিপজ্জনক ও অস্থিতিশীল আচরণ’ বন্ধ করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ফিলিপাইন কোস্টগার্ডের প্রকাশ করা ভিডিওতে দেখা গেছে, দক্ষিণ চীন সাগরে অবস্থিত স্কারবোরো শোল ও সেকেন্ড থমাস শোলে থাকা জেলেদের জন্য সরবরাহ নিয়ে যাওয়া ফিলিপাইনের নৌকার দিকে চীনা জাহাজ থেকে পানি ছোড়া হচ্ছে। এছাড়া সেকেন্ড থমাস শোল এলাকায় ফিলিপাইন ও চীনের নৌকার মধ্যে সংঘর্ষও হয়েছে।

২০১২ সালে ফিলিপাইনের কাছ থেকে স্কারবোরো শোলের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চীন। আর চীনের আগমন ঠেকাতে ১৯৯৯ সালে ফিলিপাইনের নৌবাহিনী সেকেন্ড থমাস শোলে ইচ্ছে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি জাহাজ ফেলে রেখেছে।

সেকেন্ড থমাস শোলকে নিজেদের মনে করে কয়েকটি দেশ। সোমবার চীনের রাষ্ট্রদূতকে তলব করে তাকে বহিষ্কার করা হতে পারে বলে সতর্ক করে দিয়েছে ফিলিপাইন।

এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার বলেছে, দক্ষিণ চীন সাগরে চীনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। ‘বিপজ্জনক ও অস্থিতিশীল আচরণ’ বন্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বানও জানিয়েছে দেশটি।

দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের দাবি করে চীন। তবে এই দাবির কোনো বৈধ ভিত্তি নেই বলে ২০১৬ সালে রায় দিয়েছিল একটি আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। যুক্তরাষ্ট্র চীনকে ট্রাইব্যুনালের ঐ রায় মেনে চলার আহ্বান জানিয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি