ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ১৪ ডিসেম্বর ২০২৩

আন্তর্জাতিক চাপ স্বত্ত্বেও গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া ভিডিও পোস্টে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, কোনো কিছুই হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে পারবে না। গাজায় জয়ী না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইলি কোহেনও, আন্তর্জাতিক সমর্থন ও সহযোগিতা ছাড়াই গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা জানান। যুদ্ধবিরতীর সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি। এদিকে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজায় তীব্র শীত ও বৃষ্টির কারণে মানবিক পরিস্থিতি আরো ভয়াবহ রুপ নিয়েছে বলে সতর্ক করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। জাতিসংঘ বলছে, গাজায় যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক ক্ষতি গুনতে হবে প্রতিবেশী আরব দেশ- লেবানন, মিশর ও জর্ডানকে। চলতি বছর এই ক্ষতির পরিমান হতে পারে ১ হাজার কোটি ডলার।  
 

 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি