ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

জিম্মি মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতিতে আগ্রহী ইসরায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১২, ১৭ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

গাজায় আটক জিম্মিদের মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতি এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তির জন্য একটি নতুন চুক্তিতে পৌঁছানোর জন্য ইসরায়েলি কর্মকর্তারা আগের থেকে বেশি ইচ্ছুক। মিশরের দুটি নিরাপত্তা সূত্র শনিবার এই তথ্য জানিয়েছে।

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়া আলোচনা পুনরুজ্জীবিত করতে শুক্রবার রাতে ইউরোপে কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানির সাথে দেখা করেছেন।

গাজায় ইসরায়েল ও ফিলিস্তিনি ইসলামী গোষ্ঠী হামাসের মধ্যে সংঘাত শুরু হওয়ার ১০ সপ্তাহ পার হয়েছে। সর্বশেষ কাতারি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকের প্রতিবেদনের বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

মিশরীয় সূত্রগুলি বলেছে, ইসরায়েলি কর্মকর্তারা কিছু বিষয়ে তাদের মন পরিবর্তন করেছেন বলে মনে হচ্ছে যা তারা পূর্বে প্রত্যাখ্যান করেছিল। তবে এটা নিয়ে বিস্তারিত জানা যায়নি। 

গণমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, নভেম্বরের শেষের দিকে সাত দিনের যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর ইউরোপে ইসরায়েল ও কাতারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে এটিই প্রথম বৈঠক।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি