ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন, নিহত অন্তত ১১১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৩, ১৯ ডিসেম্বর ২০২৩

চীনে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১১১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২২০ জন। 

স্থানীয় সময় সোমবার রাত ১১টা ৫৯ মিনিটে গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে আঘাত হানে ভূমিকম্প। 

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র ইএমএসসি জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল গানসু প্রদেশের রাজধানী লানঝোর ১০২ কিলোমিটার দূরে। যার গভীরতা ছিল ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার নিচে। 

ভূমিকম্পের আঘাতে বেশ কিছু ভবন ধসে পড়েছে। এছাড়া কয়েকটি গ্রামে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়। 

ধ্বংসাবশেষের নিচে অনেকেই আটকা পড়েছে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। 

ভূমিকম্পের পর কয়েকবার পরাঘাত বা আফটারশক অনুভূত হয় অঞ্চলটিতে। এ ঘটনায় উদ্ধার কার্যক্রম চালিয়ে যাওয়া এবং আহতদের দ্রুত চিকিৎসা দেয়ার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি