ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

‘ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার নাগরিকদের অনাহারে রেখেছে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ১৯ ডিসেম্বর ২০২৩

হিউম্যান রাইটস ওয়াচ গ্রুপ অভিযোগ করেছে, ইসরায়েল সরকার অবরুদ্ধ গাজায় অভিযানের অংশ হিসেবে ইচ্ছাকৃতভাবে সেখানকার বেসামরিক লোকজনকে অনাহারে রেখেছে। 

নিউইয়র্ক ভিত্তিক গ্রুপটি সোমবার এক প্রতিবেদনে এ কথা বলেছে।  এইচআরডব্লিউ আরো বলেছে, ‘ইসরায়েল সরকার যুদ্ধের পদ্ধতি হিসেবে গাজার বেসামরিক নাগরিকদের অনাহারে রেখেছে, যা যুদ্ধাপরাধের শামিল।’

প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলী বাহিনী ইচ্ছাকৃতভাবে পানি, খাদ্য ও জ¦ালানি সরবরাহে বাধা দিচ্ছে, মানবিক সহায়তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। স্পষ্টতই কৃষি এলাকা ধ্বংস এবং বেসামরিক জনগোষ্ঠীকে তাদের বেঁচে থাকার অপরিহার্য জিনিস থেকে বঞ্চিত করছে।

ইসরায়েল এইচআরডব্লিকে ‘এন্টি সেমেটিক’ ও ইসরায়েল বিরোধী সংগঠন হিসেবে অভিযুক্ত করেছে। 
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হায়াত বলেছেন, ‘এইচআরডব্লিউ গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার নিন্দা করেনি, তাই গাজায় যা ঘটছে তা নিয়ে মন্তব্য করার কোন নৈতিক অধিকার তাদের নেই। গ্রুপটি ইসরায়েলীদের ভোগান্তি ও মানবাধিকারের বিষয়ে অন্ধ হয়ে আছে।’ 

উল্লেখ্য, গত ৭ ই অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালানোর পর ইসরায়েলও গাজায় প্রতিশোধমুলক নির্বিচারে পাল্টা হামলা শুরু করে। ইসরায়েল হামাসকে নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে। সে থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলী হামলায় ১৯ হাজারেরও বেশি ফিলিস্তিনী বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের অকিাংশই নারী ও শিশু।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি