গাজায় ইসরায়েলী হামলায় ১১০ জন নিহত : স্বাস্থ্য মন্ত্রণালয়
প্রকাশিত : ১৭:১১, ১৯ ডিসেম্বর ২০২৩
![](https://www.ekushey-tv.com/media/imgAll/2020June/gaza-inner-2312191111.jpg)
হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার জারিয়েছে, ভূখন্ডের উত্তর অংশে আগের দিন থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। খবর এএফপি’র।
‘জাবালিয়ায় বাড়িগুলোতে দখলদার ইসরায়েলী হামলায় ৫০জন শহী হয়েছে’ উল্লেখ করে মন্ত্রণালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেছে, রোববার থেকে অঞ্চলটিতে মৃতের সংখ্যা বেড়ে ১১০জনে দাঁড়িয়েছে। তবে এএফপি নিরপেক্ষভাবে এর সত্যতা যাচাই করতে পারেনি।
শুক্রবার মন্ত্রণালয় বলেছে, ৭ অক্টোবর হামাসের অতর্কিত হামলার পর গাজায় প্রতিশোধমূলক ইসরায়েলী হামলা শুরু করার পর থেকে কমপক্ষে ১৯ হাজারেরও বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের বেশিরভাগই নারী ও শিশু।
কেআই//
আরও পড়ুন