ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রাতভর শরণার্থী শিবিরে বিমান হামলা, হতাহত কয়েকশ’

আশরাফ শুভ

প্রকাশিত : ০৯:০২, ২৫ ডিসেম্বর ২০২৩

মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলা চালিয়ে অন্তত ৭০ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। এটিকে, গণহত্যা হিসাবে অভিহিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। খান ইউনিসে প্রাণ গেছে ১১ জনের। এ নিয়ে গাজায় মৃতের সংখ্যা ২০ হাজার ৫শর কাছাকাছি। 

বড়দিনে বিশ্বজুড়ে আতশবাজি ফুটলেও গাজার শরণার্থী শিবিরগুলোতে ফেটেছে ইসরায়েলের প্রাণনাশী বোমা। 

মধ্য গাজার আল-মাগাজি, নুসেইরাত এবং বুরেজ শরণার্থী শিবিরে রাতভর ৫০টির বেশি বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহুর সেনারা। এতে হতাহত হয়েছে কয়েকশ’। হামলায় প্রধান সড়কগুলো ভেঙ্গে যাওয়ায় অ্যাম্বুলেন্স এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছাতে পারছে না।

এদিকে, দক্ষিণের খান ইউনিস এবং উত্তরের জাবালিয়াসহ বিভিন্ন শহরে বিমান হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলের সেনারা। ইউরোপিয়ান হাসপাতালের কাছেও তিনবার হামলা চালানো হয়েছে।

একদিনে ইসরায়েলের ১৫ সেনা হত্যার দাবি করেছে হামাস। এ নিয়ে গেল ৪ দিনে ৪৮ সেনা হারিয়েছে তেল আবিব। অন্যদিকে, জাবালিয়ায় একটি সুড়ঙ্গ থেকে পাঁচ জিম্মির মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ইসরায়েল। 

পশ্চিম তীরের বিভিন্ন শহর এবং একাধিক শরণার্থী শিবিরে নতুন করে অভিযান শুরু করেছে ইসরায়েল। জেনিনি থেকে ৯ যুবককে গ্রেপ্তার করেছে ইহুদি সেনারা। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি