ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সুদানের স্বাস্থ্য সংকট নিয়ে সতর্কবার্তা ডব্লিওএইচও’র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ৩০ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) সুদানে গভীর স্বাস্থ্য ও মানবিক সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে।

সংস্থাটি শুক্রবার এ আহ্বান জানিয়ে আর্থিক সহায়তা জোরদার করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি অনুরোধও জানায়।
ডব্লিওএইচও প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস যুদ্ধের কারণে সুদানের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্য সুবিধা ঠিকমতো কাজ করছে না বলে উল্লেখ করেন।

সুদানে সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের অনুগত বাহিনী এবং জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে  হেমেদতির বাহিনীর মধ্যে গত ১৫ এপ্রিল থেকে সংঘাত চলছে। হামদান দাগালো সুদানের আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) নেতৃত্ব দিচ্ছেন।

জাতিসংঘ বলছে, চলমান পরিস্থিতিতে সুদান থেকে নতুন করে ৩ লাখেরও বেশি লোক পালাতে বাধ্য হয়েছে। এছাড়া ১২ হাজারেরও বেশি লোক প্রাণ হারিয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ  আধানম বলেছেন, গভীরতর স্বাস্থ্য ও মানবিক সংকটের মধ্যেই সুদানে সংঘাত পরিস্থিতি আরও মারাত্মক রূপ নিয়েছে যা প্রতিহত করা প্রয়োজন। এ সংঘাতের কারণে হাজার হাজার লোক নতুন করে বাস্তুচ্যূত হয়েছে যার অধিকাংশ নারী ও শিশু।

তিনি আরও বলেছেন, যুদ্ধের কারণে দেশটির অন্তত ৭০ শতাংশ স্বাস্থ্য সুবিধা কাজ করছে না। এ স্বাস্থ্য সংকট মোকাবেলায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে জাতিসংঘ বলেছে, সুদানে অন্তত ৭১ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। এর মধ্যে ১৫ লাখ সীমান্ত পাড়ি দিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি