ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

নতুন বছর বরণের দিনেও গাজায় হামলা, নিহত শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২২, ১ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

নতুন বছরকে বরণ করে নেয়ার দিনেও গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। ২৪ ঘণ্টায় নিহত হয়েছে শতাধিক ফিলিস্তিনি। 

গাজা কর্তৃপক্ষ জানায়, গেল ৮৫ দিনে গাজায় ১ হাজার ৮শ’রও বেশি গণহত্যা চালিয়েছে ইসরায়েল। 

এসব হামলায় নিহত ও নিখোঁজ ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ২৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৫৬ হাজারের বেশি। বাস্তুচ্যুত ১৮ লাখেরও বেশি মানুষ। 

এ অবস্থায় বর্ষবরণে বিশ্বের বিভিন্ন স্থানে গাজায় যুদ্ধবিরতি ও হামলা বন্ধের দাবি জানায় মানবাধিকার কর্মীসহ সাধারণ মানুষ। 

সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, ফিলিস্তিনি শরণার্থীদের গাজা থেকে পুর্নবাসন নিয়ে এরইমধ্যে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

এদিকে, গাজার ৬০ শতাংশ আবাসিক ইউনিটই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৮০ শতাংশের বেশি বাসিন্দা বাস্তুচ্যুত হয়ে পড়েছে। বাস্তুচ্যুত এসব মানুষের কাছে ত্রাণসহায়তা পৌঁছানো না গেলে দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘের বিভিন্ন সংস্থা।

গাজার ২৩ লাখ বাসিন্দা অনাহারে দিন কাটাচ্ছে এবং দুর্ভিক্ষের ঝুঁকি দিন দিন বাড়ছে বলে জানিয়েছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন সংস্থা। গাজার ফিলিস্তিনিরা ‘বিভীষিকাময়’ পরিস্থিতিতে পড়েছেন। রোগবালাই ছড়িয়ে পড়ছে। গাজা পরিস্থিতির অবনতি হচ্ছে প্রতি মিনিটেই।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি