ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজা ‘বসবাসের অযোগ্য’: জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৩, ৬ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

জাতিসংঘের মানবিক প্রধান মার্টিন গ্রিফিথস বলেছেন, ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা হামলায় গাজা ‘বসবাসের অযোগ্য’ হয়ে পড়েছে।

শুক্রবার এক বিবৃতিতে গ্রিফিথস বলেছেন, ‘৭ অক্টোবরের পর থেকে তিন মাসে ভয়াবহ হামলায় গাজা মৃত্যু ও হতাশার স্থানে পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এর জনগণ তাদের অস্তিত্বের জন্য প্রতিদিন হুমকি প্রত্যক্ষ করছে এবং বিশ্ব তা তাকিয়ে দেখছে। মানবিক সহায়তাকারী গ্রুপগুলোর কাছে দুই মিলিয়নেরও বেশি লোককে সহযোগিতা দেয়া অসম্ভব হয়ে পড়ায় তারা মিশন ছেড়ে যাচ্ছে।’ 

এএফপি’র সংবাদদাতারা শুক্রবার জানিয়েছেন, গাজা উত্যাকার বেশিরভাগ অংশ ইতোমধ্যে ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস এবং রাফাহ এবং মধ্য গাজার কিছু অংশে রাতভর বিমান হামলা অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাদের বাহিনী গত ২৪ ঘন্টায় গাজা জুড়ে ‘১শ’টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে’ যার মধ্যে রয়েছে সামরিক অবস্থান, রকেট উৎক্ষেপণ স্থান এবং অস্ত্রের ডিপো।

গ্রিফিথস বলেছেন, ‘আমরা অবিলম্বে যুদ্ধের সমাপ্তির দাবি জানাচ্ছি। শুধুমাত্র গাজার জনগণ এবং এর হুমকিপ্রাপ্ত প্রতিবেশীদের জন্য নয়, বরং আগামী প্রজন্ম যারা এই ৯০ দিনের নরক এবং মানবতার সবচেয়ে মৌলিক অনুশাসনের হামলার কথা ভুলে যাবে না।’  

তিনি বলেন, ‘এই যুদ্ধ কখনই শুরু করা উচিত হয়নি। তবে এটি শেষ হতে অনেক বিলম্ব হয়ে গেছে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের বোমাবর্ষণ এবং স্থল আগ্রাসনে কমপক্ষে ২২,৬০০ লোক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই মহিলা এবং শিশু। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি