ঢাকা, বুধবার   ০১ জানুয়ারি ২০২৫

ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ৯ জানুয়ারি ২০২৪

আট দিনের ব্যবধানে ফের শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান। মঙ্গলবার (৯ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে এ ঘটনায় এখনও সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

শক্তিশালী ভূমিকম্পটি এমন এক সময় আঘাত হানল যখন গত সপ্তাহের ভূমিকম্পে বিপর্যয়ে পড়াদের মধ্যে শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। সংবাদ সংস্থা এএফপি ‘র বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি জাপান সাগরের উপূকূলের দূরবর্তীস্থানে আঘাত হানে। আর গত ১ জানুয়ারির ভূমিকম্পের পর যেসব অঞ্চলের ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে, মঙ্গলবারের ভূমিকম্পে সেখানেও কম্পন অনুভূত হয়েছে।

এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, বছরের প্রথম দিনেই আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা দুইশত ছাড়িয়েছে এবং শতাধিক মানুষ নিখোঁজ রয়েছে। শক্তিশালী ওই ভূমিকম্পের যেসব ঘরবাড়ি ধসে পড়েছে সেগুলোর অনেক জায়গায় এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকারীরা। ফলে ধসে পড়া সেসব অবকাঠামোর নিচে অনেক মানুষ আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাপান সরকারের তথ্যমতে, বর্তমানে প্রায় ৩০ হাজার মানুষ সরকারি আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন। প্রায় ৬০ হাজার বাড়ি পানি ও ১৫ হাজার ৬০০ বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। আর ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বর্তমানে তুষারপাত হচ্ছে। ফলে সেখানে উদ্ধারকারীদের উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে। 

এমএম//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি