ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গাজা দখলের বিষয়ে যা বললেন নেতানিয়াহু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ১১ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১১:১৬, ১১ জানুয়ারি ২০২৪

একটানা হামলা-অভিযান চালালেও স্থায়ীভাবে গাজা দখল বা বেসামরিকদের বাস্তুচ্যুত করার কোনো ইচ্ছে নেই বলে জানালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল ২৪ ঘণ্টায় গাজায় নিহত হয়েছে ১৪৭ ফিলিস্তিনি। 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে নেতানিয়াহু বলেন, তাদের লক্ষ্য কেবল গাজাকে হামাস মুক্ত করা ও জিম্মিদের উদ্ধার করা। ইসরায়েল হামাসের সাথে লড়াই করছে, ফিলিস্তিনিদের সাথে নয় বলে জানান তিনি।

এদিকে লেবানন সীমান্তে উত্তেজনা বেড়েই চলেছে। ইসরায়েলের প্রতিরক্ষাদপ্তরে চিফ অফ স্টাফ বলেন, লেবাননের কোনো গ্রাম ইসরায়েলি সেনাবাহিনীর আওতার বাইরে নয়। প্রয়োজনে সেখানেও হামলা চালানো হবে বলে সতর্ক করেন। 

অন্যদিকে, লোহিত সাগরে হুতি বিদ্রোহী গোষ্ঠির হামলা বন্ধে প্রস্তাব পাশ করেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক বিচার আদালত-আইসিজেতে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি শুরু হচ্ছে আজ। 

গেল ৭ অক্টোবর থেকে চলমান এ হামলায় এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২৩ হাজার ৩৫৭ ফিলিস্তিনি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি