ঢাকা, মঙ্গলবার   ০৯ জুলাই ২০২৪

চীনে ব্যাপক তুষারধস, আটকা পড়েছে সহস্র পর্যটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৬, ১৬ জানুয়ারি ২০২৪

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জিনজিয়াংয়ে একটি পর্যটন এলাকায় ব্যাপক তুষারধসের ঘটনা ঘটেছে। দ্রুত পরিবর্তনশীল আবহাওয়ার কারণে ওই অঞ্চলে প্রায় এক হাজার পর্যটক আটকে পড়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হলে তাদের উদ্ধারের কাজে নামাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, তুষারধসের কারণে প্রায় এক হাজার পর্যটক একটি প্রত্যন্ত ছুটির গ্রামে আটকা পড়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং অঞ্চলে কাজাখস্তান, রাশিয়া এবং মঙ্গোলিয়ার সীমান্তের কাছে একটি মনোরম দৃশ্য সমৃদ্ধ হেমু গ্রামে যাওয়ার রাস্তার পর্যটকরা আটকা পড়ে। এখন বেশ কয়েকদিন ধরে তুষারধসের কারণে ওই অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্রামটি জিনজিয়াং এর আলতাই প্রিফেকচারে অবস্থিত।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিগত কয়েক দিন ধরেই এই অঞ্চলটিতে ব্যাপক তুষারপাত হচ্ছে। এই তুষারপাত অন্তত ১০ দিন স্থায়ী হতে পারে। জিনজিয়াংয়ের আলতাই প্রিফেকচারের অবস্থিত এই এলাকাটিতে ব্যাপক তুষারপাতের কারণেই এই তুষারধসের ঘটনা ঘটেছে। আলতাই পর্বতমালার মধ্য দিয়ে গ্রামটিতে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটিতেও ব্যাপক তুষারধসের ঘটনার কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

চীনা সম্প্রচারমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কোনো জায়গা তুষারধসের উচ্চতা প্রায় ৭ মিটার পর্যন্ত উঁচু হয়ে গিয়েছিল। এই উচ্চতা সাধারণত তুষার পরিষ্কারের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় তার তুলনায় অনেক বেশি উঁচু। সব মিলিয়ে প্রায় ৫০ কিলোমিটার জুড়ে এই তুষারধসের ঘটনা ঘটেছে। কোনো বিঘ্ন না ঘটলে অন্তত এক সপ্তাহ লাগবে এই তুষার পরিষ্কার করতে।

এদিকে জিনজিয়াং কর্তৃপক্ষ জানিয়েছে, ৫৩ জন উদ্ধারকর্মী ও ৩১ ইউনিট বিভিন্ন ধরনের যন্ত্রপাতিসহ তুষার সরানোর কাজ শুরু হয়েছে। জিনজিয়াংয়ের মহাসড়ক ব্যবস্থাপনা বিভাগের প্রধান জাও জিনশেং বলেছেন, এই তুষারধসের পরিস্থিতি তুলনামূলকভাবে আমাদের জন্য বিশেষ একটি পরিস্থিতি। আমরা এর আগেও বেশ ভারী তুষারপাত দেখেছি, তবে আমরা এত বেশি তুষারধস কখনো দেখিনি।

সূত্র: রয়টার্স

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি