ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

গাজায় ওষুধ পাঠাতে ইসরায়েল-হামাসের চুক্তি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১৭ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

গাজায় জিম্মিদের জন্য ওষুধ সরবরাহের অনুমতি দিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। 

মঙ্গলবার দোহা ও প্যারিসের মধ্যস্থতার পর কাতার ও ইসরায়েল এই চুক্তির ঘোষণা দিয়েছে।

সরকারি ‘কাতার নিউজ এজেন্সির’ (কিউএনএ) এক বিবৃতিতে দোহা ইসরায়েল ও হামাসের মধ্যে এই চুক্তির ঘোষণা দিয়েছে। এতে গাজায় ইসরায়েলি বন্দীদের জন্য প্রয়োজনীয় ওষুধ সরবরাহের বিনিময়ে গাজার বেসামরিক নাগরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেয়া হবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। নেতানিয়াহুর কার্যালয় বলেছে, ‘ওষুধগুলো গাজায় কাতারের প্রতিনিধিরা পাঠিয়ে দেবেন।’ 

ফরাসি প্রেসিডেন্সি অনুসারে ৪৫ জন জিম্মির জন্য ওষুধগুলো পাঠানো হচ্ছে। নভেম্বরে ৮৩ জনের প্রাথমিকভাবে ওষুধের প্রয়োজন হিসেবে চিহ্নিত করা হয়েছিল।

দক্ষিণ গাজার সীমান্ত শহর রাফাহ’র একটি হাসপাতালে ওষুধ পৌঁছানোর পর আজ আন্তর্জাতিক রেডক্রস কমিটি ওষুধ গ্রহণ করবে এবং তারা অবিলম্বে জিম্মিদের কাছে পৌঁছে দেবে। এই ওষুধে জিম্মিদের তিন মাস চলবে।

এই প্রক্রিয়ার সমন্বয়ক ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্রাইসিস সেন্টার ওষুধ কিনে পাঠিয়েছে।

শনিবার এই ওষুধ তাদের কূটনৈতিক ব্যাগে দোহায় পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের পরিচালক ফিলিপ ল্যালিয়ট।
হামাসের রাজনৈতিক অফিসের আয়োজক কাতার ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার নেতৃত্ব দিয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি